ডিসেম্বর ২৫, ২০২৪

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিত্য নন্দন মিত্র (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। নিত্য নন্দন বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা।

জানা যায়, নিত্য নন্দন মিত্র গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রভাব থাকে। তবে এ বছর ততটা নেই। তাই রোগীর সংখ্যাও কম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...