পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করতে চায়। কোম্পানি দুটি হলো- হাওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড ও কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। ‘ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ কোম্পানি দুটি নামে একটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করতে চায়।
পর্ষদের সিদ্ধান্ত অনুসারে হাওয়েল টেক্সটাইল প্রস্তাবিত ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার হতে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে, যা ওই ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে কোম্পানিটি।
অপরদিকে কুইন সাউথ টেক্সটাইল কোম্পানিটির পর্ষদ ‘ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামক ব্যাংকে ১৫ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে। কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, নতুন ধারার ‘ডিজিটাল ব্যাংক’ করতে আবেদন করেছে দেশি-বিদেশি ৫২টি প্রতিষ্ঠান। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক, মোবাইলে আর্থিক সেবা (এমএফএস), রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি কোম্পানির মতো দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানও রয়েছে। লাইসেন্স পেতে প্রতিষ্ঠানগুলোর কেউ এককভাবে আবার কেউ যৌথ উদ্যোগে আবেদন
করেছে।