বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৮০.১২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৬৪৬ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৭৪৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।আগের সপ্তাহে ডিএসইতে ৩৫৮ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫৬ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৮৭ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকার বা ৮০.১২ শতাংশ গড় লেনদেন বেড়েছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ ৯৮৫ টাকার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৯১ কোটি ৪ লাখ ৪৮ হাজার টাকার বা ৪৪.১০ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৬ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.০৪ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ২৩টির। আর ২২৫টির দাম ছিল অপরিবর্তিত।