এপ্রিল ১৯, ২০২৪

বিজ রিপোর্ট

ফের কারিগরি ত্রুটির কবলে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০ টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে পড়ে। বলা পৌনে ১২টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত লেনদেন বন্ধ ছিল।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করলে ডিএসইর জনসংযোগ বিভাগের প্রধান মোঃ শফিকুর রহমান বলেন, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ আছে। ডিএসইর ট্রেডিং প্ল্যাটফরম সরবরাহকারী নাসডাক ও তাদের নিজস্ব আইটি টিম ত্রুটি সারানোর চেষ্টা করছেন। ত্রুটি সারাতে পারলেই আবার লেনদেন শুরু হবে।

এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ আছে। ডিএসইর নিজস্ব আইটি টিম ও নাসডাকের প্রকৌশলীরা কাজ করছেন। ব্যাংকিং সময়ের মধ্যে ত্রুটি সারানো গেলে লেনদেন শুরু করা হবে।

এ দিন লেনদেন শুরুর ১ ঘণ্টা ২৮ মিনিট পর লেনদেন বন্ধ হয়ে যাওয়ার আগে ডিএসইতে ৩০৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেনে এসেছিল। এর মধ্যে মাত্র ২৫টি দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। বাকি শেয়ারগুলোর মধ্যে ৭৯টি দর হারিয়ে এবং ১৯৯টি দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হয়েছে।

এর আগে গত বছরের ১৮ জুলাইও লেনদেনের মাঝে কারগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল ডিএসইতে। ওইদিন সকাল ১০টায় লেনদেন শুরুর ১ ঘণ্টা ৯ মিনিট পর বেলা ১১টা ৯ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে ওইদিন ফের লেনদেন শুরু হয় দুপুর ১টায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *