জানুয়ারি ২২, ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার (১৭ এপ্রিল) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, ট্রাফিক-তেজগাঁও বিভাগের এডিসি মো. জাহাঙ্গীর আলমকে ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে, ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগের এডিসি কাজী রোমানা নাসরিনকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ও ডিএমপির এডিসি মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে ট্রাফিক তেজগাঁও বিভাগে (শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর) বদলি করা হয়েছে।

অপর এক আদেশে ট্রাফিক বাড্ডা জোনের এসি অমিত কুমার দাশকে কমিউনিটি পুলিশিংয়ে, কোয়ার্টার মাস্টার-পিওএমের এসি মিঠুন কুমার কুন্ডুকে মতিঝিল বিভাগে এবং কমিউনিটি পুলিশিংয়ের এসি শুভ কুমার ঘোষকে ট্রাফিক বাড্ডা জোনে বদলি করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...