ডিসেম্বর ১০, ২০২৪

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের গ্রুপ বিমার তৃতীয় বছরের (৬ ডিসেম্বর, ২০২২ থেকে ৫ ডিসেম্বর, ২০২৩) নবায়ন প্রিমিয়ামের ব্যবস্থা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ডিআরইউ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান ডিআরইউর কার্যনির্বাহী কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি এ ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এজন্য বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে ডিআরইউ সদস্যদের গ্রুপ বিমার তৃতীয় বছরের প্রদেয় বিমার প্রিমিয়াম ছিল ১৫ লাখ ৮৯ হাজার ১৫০ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...