জানুয়ারি ৮, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ (ফুয়েল অ্যান্ড পাওয়ার) খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন্‌স এন্ড সিস্টেম লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী বৃহস্পতিবার ১২ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আজ রোববার ( ৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসার সম্ভবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ২০২২ হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৮ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা লভ্যাংশ প্রদান করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...