নভেম্বর ১৬, ২০২৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের কাজ শেষ হয়েছে। এর ফলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর এতথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শফিকুর রহমান।

শফিকুর রহমান জানান, দুর্বৃত্তরা ঢাকা-ময়মনসিংহ রেল লাইন কেটে ফেলে। এর ফলে একটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় শুধু ট্রেনের বগি-ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়নি পাশাপাশি ৩০০ ফুট রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রেল লাইনের ১০০টি স্লিপার একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ইতোমধ্যে রেল লাইনের মেরামত কাজ শেষ হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীত দিকে ট্রেন চলছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...