জানুয়ারি ৫, ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি চলছে। বুধবার (১২ জুন) সকাল ৮টা থেকে মিলবে ২২ জুনের টিকিট। এদিন অনলাইনে টিকিট পাওয়া যাবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

এছাড়া ২৩ জুনের টিকিট ১৩ জুন এবং ২৪ জুনের টিকিট মিলবে ১৪ জুন।

একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। সর্বাধিক ৪টি আসনের টিকিট কেনা যাবে।

ঈদযাত্রার এই টিকিট রিফান্ড করা যাবে না। টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধন করা মোবাইল নম্বরে ওটিপি (OTP) পাঠানো হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...