জানুয়ারি ৮, ২০২৫

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাস ভেগাস হোটেলের সামনে টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

তবে ঠিক কী কারণে ওই সাইবারট্রাকে বিস্ফোরণ হলো- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এরই মধ্যে দেশটির পুলিশ তদন্ত শুরু করেছে। পরিকল্পনা করেই ট্রাম্পের হোটেলে নাশকতার চেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে ট্রাকের চালক মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ বলছে, সাইবারট্রাকটি কলোরোডায় ভাড়া নেওয়া হয়েছিল এবং এটি বুধবার সকালে লাস ভেগাসে পৌঁছায়। বিস্ফোরণের দুই ঘণ্টারও কম সময় আগে ট্রাকটি হোটেলের সামনে পার্ক করা হয়। ধোঁয়া ওঠার পরপরই এটি বিস্ফোরিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হোয়াইট হাউজ এই ঘটনা নজর রাখছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে হামলার ঘটনার সঙ্গে এই বিস্ফোরণের সংযোগ আছে কিনা- তাও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে লাস ভেগাস পুলিশের শেরিফ কেভিন ম্যাকমাহিল বিস্ফোরণের নাটকীয় ভিডিও এবং পরবর্তী অবস্থার ছবি দেখান। তিনি জানান, ট্রাকের পেছনে জ্বালানি ক্যানিস্টার এবং বড় আকারের আতশবাজি পাওয়া গেছে।

তিনি বলেছেন, সাইবারট্রাক, ট্রাম্প হোটেল– অনেক প্রশ্ন রয়েছে। এসবের উত্তর খুঁজতে হবে। খবর বিবিসি ও ফক্স নিউজের।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...