নভেম্বর ২৫, ২০২৪

ফুটবলের জনপ্রিয় দল স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ ট্রফি জিতে নেয় তারা। বিশ্বকাপ ফুটবল জয়ী দল স্পেন এবার ক্রিকেটেও জনপ্রিয় হয়ে উঠছে। আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে জয়ের দিক থেকে রেকর্ড গড়ল স্পেন।

রোববার গ্রিসকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ে স্পেন। তারা ভেঙে দিল মালয়েশিয়ার নজির। ম্যাচে ৪২ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় তুলে নেয় স্পেন। প্রথমে ব্যাট করে গ্রিস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে ১৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯৯ রান তুলে জয় নিশ্চিত করে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়ল তারা।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত একটানা ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয়ের ইতিহাস গড়েছে স্পেন। এর আগে একটানা ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে মালয়েশিয়া ও বারমুডা। রোববার সেই রেকর্ড ভেঙে দিল স্পেন।

প্রথম সারির ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে একটানা ১২টি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে আফগানিস্তান ও ভারতের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটানা সব থেকে বেশি ম্যাচে অপরাজিত থাকার বিশ্বরেকর্ড রয়েছে নাইজেরিয়ার। তারা একটানা ১৭টি ম্যাচে পরাজিত না হওয়ার নজির গড়ে। এই ১৭টি ম্যাচের মধ্যে নাইজেরিয়া ১৬টি ম্যাচে জয় তুলে নেয়। মাঝে তাদের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। স্পেন এক্ষেত্রে টপকে যায় তানজানিয়া ও মালয়েশিয়াকে। এই ২টি দেশ একটানা ১৫টি করে ম্যাচে অপরাজিত।

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ল স্পেন

ফুটবলের জনপ্রিয় দল স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ ট্রফি জিতে নেয় তারা। বিশ্বকাপ ফুটবল জয়ী দল স্পেন এবার ক্রিকেটেও জনপ্রিয় হয়ে উঠছে। আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে জয়ের দিক থেকে রেকর্ড গড়ল স্পেন।

রোববার গ্রিসকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ে স্পেন। তারা ভেঙে দিল মালয়েশিয়ার নজির। ম্যাচে ৪২ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় তুলে নেয় স্পেন। প্রথমে ব্যাট করে গ্রিস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে ১৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯৯ রান তুলে জয় নিশ্চিত করে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়ল তারা।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত একটানা ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয়ের ইতিহাস গড়েছে স্পেন। এর আগে একটানা ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে মালয়েশিয়া ও বারমুডা। রোববার সেই রেকর্ড ভেঙে দিল স্পেন।

প্রথম সারির ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে একটানা ১২টি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে আফগানিস্তান ও ভারতের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটানা সব থেকে বেশি ম্যাচে অপরাজিত থাকার বিশ্বরেকর্ড রয়েছে নাইজেরিয়ার। তারা একটানা ১৭টি ম্যাচে পরাজিত না হওয়ার নজির গড়ে। এই ১৭টি ম্যাচের মধ্যে নাইজেরিয়া ১৬টি ম্যাচে জয় তুলে নেয়। মাঝে তাদের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। স্পেন এক্ষেত্রে টপকে যায় তানজানিয়া ও মালয়েশিয়াকে। এই ২টি দেশ একটানা ১৫টি করে ম্যাচে অপরাজিত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...