ডিসেম্বর ২৫, ২০২৪

চলতি বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ শেখ মেহেদীর জায়গায় তাওহীদ হৃদয়কে একাদশে ফিরিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে এসেছে একটি পরিবর্তন। শেখ মাহাদীর জায়গায় খেলবেন তাওহীদ হৃদয়। অন্যদিকে তিন পরিবর্তন এনেছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...