জানুয়ারি ৮, ২০২৫

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চার নম্বর ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। টানা তিন ম্যাচ জেতা ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ অধিনায়ক।

সাকিবের জায়গায় দলে এসেছেন নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও, তার জায়গায় এসেছেন হাসান মাহমুদ। অপরিবর্তিত আছে ভারতের একাদশ।

বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের দেখা সবচেয়ে ভালো উইকেট এটিই। উইকেট যে ব্যাটিং সহায়ক হবে, সেটি একরকম নিশ্চিতই।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...