জানুয়ারি ১০, ২০২৫

বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আজ বুধবার পুনের মহারাষ্ট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।

এই ম্যাচেও নিউজিল্যান্ডের হয়ে টস করতে নামেন ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। দুই দলই এদিন একটি করে পরিবর্তন এনেছে দলে। নিউজিল্যান্ড দলে ফিরেছেন টিম সাউদি। লকি ফার্গুসনের জায়গায় এসেছেন তিনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলে তাবরেইজ শামসির জায়গায় এসেছেন কাগিসো রাবাদা।

এই দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী কিউইরা এগিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকার ২ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় রয়েছে ৩টি। আর সর্বমোট ৭১ ওয়ানডে ম্যাচের হিসাবে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। যেখানে নিউজিল্যান্ডের জয় রয়েছে ২৫টি এবং দক্ষিণ আফ্রিকার ৪১টি। আর পাঁচ ম্যাচে কোনো ফল আসেনি।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরলাড কোয়েতজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...