ডিসেম্বর ২৩, ২০২৪

বলিউড অভিনেত্রী জেরিন খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জ্বরের কারণে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন এই অভিনেত্রী। এক ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরাগীদের সতর্ক থাকতে বললেন জেরিন খান।

প্রতিবেদন অনুয়াযী, জ্বরের কারণে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন তিনি। এদিকে মুম্বাইয়ে প্রথম সপ্তাহে ১৫৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ১৩ আগস্ট পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জনে।

জেরিন খানের ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়। এ ছাড়া এ অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাউসফুল ২, ১৯২১, হেট স্টোরি ৩, জ্যাট জেমস বন্ড, রেডি, আকসার ২ প্রভৃতি। শেষবার তাকে দেখা গেছে ‘হাম ভি একেলে, তুম ভি একেলে’ ছবিতে। বর্তমানে সিনে পর্দায় অনুপস্থিত এ নায়িকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...