জানুয়ারি ২৩, ২০২৫

উপস্থাপক রাফসান সাবাব। ব্যক্তিগত জীবনে ডা. সানিয়া এশার সঙ্গে ঘর বেঁধেছিলেন। কয়েকদিন আগে ঘোষণা দেন, ভেঙে গেছে তাদের সংসার। পরস্পরের সম্মতিতে আলাদা হয়ে গেছেন বলেও জানান তিনি।

রাফসান সাবাব বিয়েবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেন তার স্ত্রী সানিয়া এশা। রাফসানের বিয়েবিচ্ছেদের ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন। এশার দাবি— ‘আমার অনুমতি ছাড়া এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই রাফসান বিচ্ছেদের ঘোষণা দিয়েছে।’

এরপর রাফসান-এশার বিচ্ছেদে চর্চায় পরিণত হয়। এসবের মাঝে নেটিজেনদের অনেকে দাবি করেছেন, সংগীতশিল্পী জেফার রহমানের কারণে রাফসান-এশার সংসার ভেঙেছে।

এশার বান্ধবী পরিচয় দিয়ে মেহজাবীন হক মাহি নামে এক তরুণী দাবি করেন, রাফসান বিয়ের পর থেকেই তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করে এসেছেন। নেটিজেনদের কেউ কেউ দাবি করেছেন, বিলাসবহুল হোটেলে রাফসান-জেফারকে একসঙ্গে দেখেছেন। এমন অসংখ্য মন্তব্য গত কয়েক দিন ধরে ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও বিষয়টি এতদিন নীরব ছিলেন জেফার। এবার নিজের অবস্থান জানালেন এই গায়িকা।

এ বিষয়ে গণমাধ্যমকে জেফার রহমান বলেন, ‘এটা খুবই হাস্যকর। মানুষ এগুলো কোথা থেকে পায় আমি জানি না। আমি সাধারনত এসব বিষয় এড়িয়ে চলি। কিন্তু এবার যেভাবে পরিস্থিতি নোংরা হয়েছে তাতে খুব খারাপ লেগেছে। তাই এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম।’

রাফসানকে বন্ধু দাবি করে জেফার বলেন, ‘সে আমার একজন বন্ধু। আমরা একসঙ্গে শো করেছি, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছি। যেমনটি আমরা আরো অনেক সহকর্মীর সঙ্গে করি। এর বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

জানা যায়, ২০২০ সালের অক্টোবরে সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান সাবাব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...