নভেম্বর ১৭, ২০২৪

প্রথমবারের মত নির্বাচনে অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছোট মেয়ে আসিফা ভুট্টো-জারদারি। দেশটির এনএ-২০৭ নবাবশাহ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। খবর সামা টিভির।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এই আসনটিতে পাকিস্তান পিপলস পার্টি (পিপিফি) থেকে জয়লাভ করেছিলেন জারদারি। কিন্তু প্রেসিডেন্ট পদে তিনি নির্বাচিত হওয়ার পর এই আসনটি শূন্য হয়ে যায়। যার কারণে এই আসনে পুণরায় আবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে অংশগ্রহণের মনোনায়নপত্র জমা দিতে শনিবার বিকেলে নবাবশাহ পৌঁছেন আসিফা। আগামীকাল এই মনোনয়ন ফর্মটি তিনি জমা দেবেন।

নবাবশাহতে তার সঙ্গে ছিলেন সিন্ধুর মন্ত্রী ড. আজরা ফজল পেচুহো। তিনি সেখানে পৌছানোর পর পিপিপি সমর্থকরা আসিফাকে অভ্যর্থনা জানিয়েছেন।

আসিফ আলি জারদারি পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব গ্রহণের পর আসিফা ভুট্টো-জারদারি ফার্স্ট লেডি উপাধিও গ্রহণ করবেন।

ফার্স্ট লেডির পদবী সাধারণত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের স্ত্রী পেয়ে থাকেন। কিন্তু জারদারির স্ত্রী না থাকায় এই পদে দ্বায়িত্ব গ্রহণ করবেন কণিষ্ঠ কন্যা আসিফা ভুট্টো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...