ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : ঢাকা ডাইং, এস আলম, সিলকো ফার্মা, জেএমআই হসপিটাল, ডেসকো, আনোয়ার গ্যালভানাইজিং, কপারটেক, পাওয়ার গ্রিড, এস্কয়ার নিট কম্পোজিট, স্টার অ্যাডহেসিভ, যমুনা অয়েল, শাহজিবাজার পাওয়ার এবং ইস্টার্ন ক্যাবলস।

কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডাইংয়ের ৫ জানুয়ারি বেলা ১১টায়, এস আলমের ৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টায়, সিলকো ফার্মার ১০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায়, জেএমআই হসপিটালের ১২ জানুয়ারি বেলা ১১টায়, ডেসকোর ১৪ জানুয়ারি সকাল ১০টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টায়, কপারটেকের ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায়, পাওয়ার গ্রিডের ২১ জানুয়ারি সকাল ১০টায়, এস্কয়ার নিট কম্পোজিটের ২৫ জানুয়ারি বেলা ১১টায়, স্টার অ্যাডহেসিভের ২৫ জানুয়ারি বেলা ১১টায়, যমুনা অয়েলের ২৮ জানুয়ারি বেলা ১১টায়, শাহজিবাজার পাওয়ারের ২৯ জানুয়ারি বেলা ১১টায় এবং ইস্টার্ন কেবলসের এজিএম ৩০ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হবে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঢাকা ডাইং ০.২৫ শতাংশ নগদ, এস আলম ৫ শতাংশ নগদ, সিলকো ফার্মা ৫ শতাংশ নগদ (পরিচালক ব্যতীত), জেএমআই হসপিটাল ১২.৫০ শতাংশ নগদ, ডেসকো ১০ শতাংশ নগদ, আনোয়ার গ্যালভানাইজিং ২০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস, কপারটেক ৪ শতাংশ নগদ (উদ্যোক্তা-পরিচালক ব্যতীত) ও ৪ শতাংশ বোনাস, পাওয়ার গ্রিড ১০ শতাংশ নগদ (উদ্যোক্তা ব্যতীত), এস্কয়ার নিট কম্পোজিট ১০ শতাংশ নগদ (উদ্যোক্তা-পরিচালক ব্যতীত), স্টার অ্যাডহেসিভ ১২.৫০ শতাংশ নগদ, যমুনা অয়েল ১২০ শতাংশ নগদ, শাহজিবাজার পাওয়ার ১৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস এবং ইস্টার্ন ক্যাবলস ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...