এপ্রিল ১, ২০২৩

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নতুন বছর ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

সংগঠনের নেতৃত্বে থাকা কাজী আব্দুর রাজ্জাক সাহেব বলেন – শত বাঁধা পেরিয়ে পুঁজিবাজারকে এগিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন বর্তমান কমিশনের চেয়ারম্যান। আমরা আশা করছি আগামীতে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের  প্রত্যাশা পূরণ হবে।

সংগঠনটির সহ সভাপতি মহসিন মিয়া বলেন  “মূলত আজকে আমরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে নতুন বছর ও জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি। সেখানে সংক্ষিপ্ত এক আলোচনায় আমরা ইন্ডিয়ার পুঁজিবাজারের বিষয়টি তুলে ধরেছি। চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছেন সকল সংকট কাটিয়ে পুঁজিবাজার দ্রুত গতি ফিরে পাবে”।

সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন শামীম বলেন  “বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে মিল রেখে আগামীতে পুঁজিবাজারও ইনশাআল্লাহ এগিয়ে যাবে”।

সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ বিষয় সম্পাদক পারভেজ আলী এবং কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম।

নতুন বছর ও জন্মদিন উপলক্ষে বিএসইসি চেয়ারম্যানকে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published.