ডিসেম্বর ২৩, ২০২৪

টানা তৃতীয়বারের মতো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-য়ে আস্থা রাখার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘টানা তৃতীয়বারের জন্য মানুষ এনডিএতে তাদের আস্থা রেখেছে! এটি ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক কীর্তি।’

সম্ভাব্য ফলাফলে দেখা যাচ্ছে যে, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে ২৯০টি আসন জিতবে। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জয় পেতে যাচ্ছে। তাই বেজেপির একা সরকার গঠন করা সম্ভব না। একা সরকার গঠনের জন্য প্রয়োজন ন্যুনতম ২৭৩টি আসনের জয় বা সমর্থন। তাই বিজেপির সরকার গঠনের বিষয়টি নির্ভর করবে অন্য দলের সমর্থনের ওপর। ২০১৯ সালের নির্বাচনের পর থেকে এটি কংগ্রেসে নেতৃত্বাধীন জোটের রাজনীতিতে একটি বিশাল উন্নতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী আসন থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি বলেন, ‘এই স্নেহের জন্য আমি জনতা জনার্দনকে প্রণাম করি এবং তাদের আশ্বস্ত করছি যে আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে গত দশকে করা ভাল কাজগুলো চালিয়ে যাব।’

মোদি বলেন, ‘আমি আমাদের সব কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্যও স্যালুট জানাই। কথা দিয়ে কখনোই তাদের অসাধারণ প্রচেষ্টা বিচার করা যাবে না।’

সূত্র: এনডিটিভি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...