ডিসেম্বর ২৭, ২০২৪

জওয়ান ফর রোড সেফটি ক্যাম্পেইন মুক্তির সঙ্গে সঙ্গেই শাহরুখ খান অভিনীত ছবি জওয়ান (Jawan) সারা দেশজুড়ে ঝড় তুলেছে। বার জনপ্রিয় সেই সিনেমাকে ট্রাফিক সচেতনতায় কাজে লাগাতে উদ্যোগ নিল কলকাতা পুলিশ।

মুক্তির সঙ্গে সঙ্গেই শাহরুখ খান অভিনীত ছবি জওয়ান (Jawan) সারা দেশজুড়ে ঝড় তুলেছে। সব রেকর্ড তছনছ করে রবিবার জওয়ানের আয় ৮১ কোটি টাকা। যা ‘ওপেনিং ডে’-এর থেকেও বেশি। বলিউডের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ আয় এটিই। এবার জনপ্রিয় সেই সিনেমাকে ট্রাফিক সচেতনতায় কাজে লাগাতে উদ্যোগ নিল কলকাতা পুলিশ। এর আগে দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, ভারতীয় রেল এই ছবির দৃশ‍্য সচেতনতা তৈরির কাজে লাগায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...