অক্টোবর ১২, ২০২৪

বলিউড তারকা মালাইকা অরোরার বাবা অনিল অরোরা আত্মহত্যা করেছেন। আজ (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সূত্রে জানা গেছে এ তথ্য।

এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই পুলিশ। এ খবর জানার সঙ্গে সঙ্গে সেখানে যান মালাইকার সাবেক স্বামী আরবাজ খান।

মালাইকার বাবা কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনা নিয়ে এখনো মালাইকা এবং তার বোন অমৃতা অরোরা কোনো প্রতিক্রিয়া জানাননি।

এই মুহূর্তে মালাইকা পুণেতে রয়েছেন। বাবার আত্মহত্যার খবর পেয়েই তিনি মুম্বাইর উদ্দেশে রওনা হয়েছেন। পুলিশ অনিলের মরদেহ আপাতত হাসপাতালে নিয়ে গেছে। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানা যায়।

মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন তার বাবা। দুই মেয়ে শোবিজের জনপ্রিয় মুখ হলেও নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন মালাইকার বাবা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *