কমবেশি সারা বছরই চুলের যত্নে প্রয়োজন হয়। ঋতুভেদে চুলের যত্ন আলাদা হলেও কোনওভাবেই অবহেলা করা ঠিক নয়। যাদের চুল রং করা বা হাইলাইটস করা তাদের আরও বেশি যত্নের প্রয়োজন।
চুলে রঙ করা অর্থই হলো নানা ধরনের রাসায়নিকের ব্যবহার। এতে দেখতে ভালো লাগলেও চুল পড়ে যাওয়ার আশঙ্কা থাকছেই। এ কারণে অবশ্যই চুলের দিকে আরও বেশি নজর দিতে হবে।
কী করবেন-
১.প্রতিদিন চুল ধোওয়া বন্ধ করতে হবে। শ্যাম্পুর পর অবশ্যই দিতে হবে হেয়ার মাস্ক। সপ্তাহে অন্তত দুবার হেয়ার মাস্ক ব্যবহার করা যায়। যা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।
২.চুল ভালো রাখতে তেলের বিকল্প নেই। তবে চুল এবং স্ক্যাল্পের ধরন বুঝে তেল ব্যবহার করতে হবে।
৩. রঙ করার পর চুল নষ্ট হতে শুরু করে। কখনও আবার রুক্ষও হয়ে যায়। তাই চুলের স্বাস্থ্য ফেরাতে তেলের ভূমিকা অনেক।
৪. হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ারের মতো হিটিং প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করতে হবে। এতে রঙ করার পরবর্তী সময়ে চুল রুক্ষ হতে শুরু করে।
৫. নির্দিষ্ট সময় পর পর চুল কাটতে হবে। কারণ চুল রঙ করলে তা রুক্ষ হয়ে যায়। চুলের নিচের অংশ ফাটতে শুরু করে। তাই চুল ট্রিম করা প্রয়োজন।
৬. নিয়মিত বাইরে বেরোনোর ফলে চুল নোংরা হয়ে যায়। কিন্তু প্রতিদিন শ্যাম্পু করলেও চুলের ক্ষতি হতে পারে। চুল রুক্ষ হতে শুরু করে। পাশাপাশি নষ্ট হতে থাকে হেয়ার কালার।