ডিসেম্বর ২৩, ২০২৪

চীন ও তাজিকিস্তানে সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.২।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮ টা ৩৭ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানায়, সকাল ৮টা ৩৭ মিনিটে তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং অঞ্চলের সীমান্তে এই ভূকম্পন অনুভূত হয়।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে সিসিটিভি জানিয়েছে, চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর প্রভাবে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্র কম্পন অনুভূত হয়।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার (৪১ মাইল) পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে।

তবে, এখন পর্যন্ত এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া সীমান্ত এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে তুরস্কে প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন কয়েক লাখ মানুষ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...