নভেম্বর ৬, ২০২৪

সামাজিক বিনোদন মাধ্যম টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন। ৪১ বছর বয়সী এই উদ্যোক্তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন বা ৪ হাজার ৯৩০ কোটি মার্কিন ডলার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হুরুন চায়না রিচ লিস্টের প্রতিবেদনে চীনে ধনাঢ্য ব্যক্তির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদেন অনুযায়ী চীনের ধনাঢ্য ব্যক্তির সংখ্যা গতবারের চেয়ে কিছুটা কমছে।

চীনে ধারাবাহিকভাবে ২৬ বছর ধরে এই তালিকা প্রকাশ পাচ্ছে। এতে ১৮তম শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে স্থান করে নিয়েছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের এই প্রতিষ্ঠাতা ।

ঝ্যাং ইয়িমিং গত বছরের শীর্ষ ধনি ঝং শানশানকে ছাড়িয়ে গেছেন। বোতলজাত পানি ও সফট ড্রিংঙ্ক প্রতিষ্ঠান নংফু স্প্রিং এর মালিক ঝং ২৪ শতাংশ সম্পদ হারিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন। তার সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

হুরুন বলেছে, নিজেদের মার্কিন ব্যবসার মালিকানা নিয়ে আইনি লড়াই চললেও গত বছর গোটা বিশ্বে বাইটড্যান্সের আয় ৩০ শতাংশ বেড়ে পৌঁছেছে ১১ হাজার কোটি ডলারে, যার ফলে ঝ্যাং-এর ব্যক্তিগত সম্পদও বেড়েছে।

হুরুন তালিকার তৃতীয় স্থানে আছেন, টেনসেন্টের ‘লো-প্রোফাইল’ প্রতিষ্ঠাতা পনি মা। গত বছর এ অবস্থানে ‘পিডিডি হোল্ডিংস’-এর প্রতিষ্ঠাতা কলিন হুয়াং থাকলেও এখন তিনি নেমে গেছেন চতুর্থ স্থানে।

অন্তত ১ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ রয়েছে এমন ব্যক্তিদের তালিকা থেকে ১৪২ জন গত এক বছরে বাদ পরেছেন। এ মুহূর্তে চীনে বিলিয়নিয়ারের সংখ্যা ৭৫৩। ২০২১ সালের সর্বোচ্চ সংখ্যা থেকে প্রায় এক তৃতীয়াংশ কম এই সংখ্যা।

অর্থনৈতিক মন্দা ও দুর্বল পুঁজিবাজারের কারণে অনেকেই সম্পদ হারিয়েছেন বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়। বিশেষত, আবাসন ও টেকসই জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।

২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন ঝ্যাং ইয়িমিং। ২০২১ এর নভেম্বরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেন তিনি। তবে পদ ছাড়লেও, এখনো প্রতিষ্ঠানের ৫০ শতাংশেরও বেশি মালিকানা তার দখলেই রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...