ডিসেম্বর ২৬, ২০২৪

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জার টেক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। আজ রোববার সকালে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

সকাল ৯টার দিকে শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অবরোধ শুরু হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সোয়া ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা।

শিকলবাহা আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর নাবিদ রসুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

আন্দোলনরতরা জানান, কোনো আইনি প্রক্রিয়া না মেনে প্রায় ১১০০ জনকে চট্টগ্রামে বাড়ি হওয়ায় অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। কোনো নিয়মকানুন অনুসরণ করা হয়নি। এ ব্যাপারে তাঁরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি তাঁদের চাকরিতে পুর্নবহাল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এদিকে সড়ক অবরোধের কারণে দুই পাশে তীব্র যানজট তৈরি হয়। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে বেলা পৌনে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...