জানুয়ারি ৫, ২০২৫

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাস জানিয়েছেন, খবর পেয়ে লামা বাজার, নন্দন কানন ও চন্দনপুরার তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ডিএডি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সোমবার বেলা ১টা ২০ মিনিটে ফিরিঙ্গি বাজারের ওই বস্তিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফিরিঙ্গি বাজারের মেরিনার্স রোড সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগার পর দূর থেকেও কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...