নভেম্বর ১৬, ২০২৪

বিশ্বকাপে গোড়ালির ইনজুরি নিয়ে খেলেছেন মোহাম্মদ শামি। বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে ডানহাতি এই পেসার। ওই ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে লন্ডনে সোমবার তার গোড়ালিতে সার্জারি করানো হয়েছে।

শামি আশা করছেন দ্রুতই মাঠে ফিরতে পারবেন। কিন্তু গোড়ালির ওই ইনজুরি কাটিয়ে আগামী ২২ মার্চ শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলা আইপিএলে তিনি খেলতে পারবেন না। বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়ে গেছে।

শামির ইনজুরি গুজরাট টাইটান্সের জন্য বড় ধাক্কা। হার্ডিক পান্ডিয়ার জায়গায় গুজরাটের নেতৃত্বভার পাওয়া শুভমন গিলের জন্য বড় দুশ্চিন্তার। গত বছর গুজরাটকে ফাইনালে তোলার পথে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই পেসার।

সার্জারির পরের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামি লিখেছেন, ‘দ্রুতই নিজের পায়ে দাঁড়ানো শিখতে মুখিয়ে আছি।’ ভাব অর্থে যার মানে- দ্রুত ক্রিকেটে ফিরতে চান তিনি। তবে আইপিএলের সঙ্গে তিনি জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ মিস করতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...