ডিসেম্বর ২৫, ২০২৪

পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা তারিক জামিল নিজেই। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

রোববার (২৯ অক্টোবর) পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল চৌধুরী জানিয়েছেন, বুকে গুলি লেগে মাওলানা আসিম জামিলের মৃত্যু হয়েছে।

সোহেল চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পরে তারা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে মাওলানা তারিক জামিল লিখেছেন, আমার ছেলে তালম্বাতে ইন্তেকাল করেছে।

তিনি বলেন, তার মৃত্যুর বিষয়টি পুরো পরিবেশ কে শোকাবহ করে তুলেছে।তিনি আরও বলেন, এই শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ,আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...