অক্টোবর ১৬, ২০২৪

ভারতের গুজরাটে নির্মাণাধীন একটি স্টেইনলেস স্টিল কারখানায় গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপায় নারীসহ ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) গুজরাটের মেহসানা জেলার কাদি শহরের কাছে এ ঘটান ঘটে। খবর এনডিটিভি

কাদি থানার পরিদর্শক প্রহলাদসিন ভাঘেলা বলেন, ‘ঘটনার সময় শ্রমিকেরা জাসলপুর গ্রামে একটি ট্যাংকের জন্য ১৬ ফুট গভীর গর্ত খুঁড়ছিলেন। ফায়ার সার্ভিস, পুলিশ এবং শ্রমিকদের দল মিলে প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। এরপর মাটির স্তূপ থেকে ৯টি মরদেহ বের করা হয়। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

পুলিশের ওই কর্মকর্তা আরও জানায়, নিহত শ্রমিকরা স্টিলিনক্স স্টেইনলেস প্রাইভেট লিমিটেডের সাইটে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স পোস্টে তার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’।

মোদি বলেছেন, ‘গুজরাটের মেহসানায় দেয়াল ধসে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যারা এতে তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন তাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। এর সাথে সাথে আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিয়োজিত রয়েছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *