ডিসেম্বর ২৩, ২০২৪

শেয়ার বেচাকেনার মাধ্যমে ক্যাপিটাল গেইনের (অর্জিত মূলধনী আয়) ওপর করারোপ করা হচ্ছে- এমন গুজব সম্প্রতি ছড়ানো হয়েছিল পুঁজিবাজারে। যার ফলে পুঁজিবাজারের সূচকে বড় ধরনের পতন ঘটে। আর এই গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার (২০ জনু) শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠক তলব করেছে বিএসইসি।

বিএসইসির অ্যাসিসটেন্ট পরিচালক মো. ফয়সাল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি টপ ব্রোকারদের কাছে পাঠানো হয়েছে। ওই দিন কমিশনের বোর্ড রুমে মঙ্গলবার বেলা ১২ টায় সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

চলতি মাসের ৬ তারিখে দিনে শেষ সূচক ছিলো ৬৩৫৬ পয়েন্ট। পরে দিন ইতিবাঁচক ধারায় শুরু হয়েছিলো লেনদেন। তবে বেলা বারার সাথে সাথে নতুন আয়কর আইন নিয়ে গুজব ছড়ানো হয়, ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হচ্ছে। নতুন আয় কর আইনের গুজবে সেদিন ৪০ পয়েন্ট কমে যায়। বৃহস্পতিবার দিন শেষে সূচক অবস্থান করছে ৬২৮০ পয়েন্টে।

এদিকে নতুন আয়কর আইনেও ক্যাপিটাল গেইন করের আওতামুক্ত রয়েছে। সব দিক বিবেচনা নিয়ে আগামী ২০ জুন বাজার পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্রোকারদের নিয়ে বিএসইসি বসার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...