জানুয়ারি ৮, ২০২৫

অষ্টম দফায় বিএনপির অবরোধ শুরুতে গাজীপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে এ আগুন দেওয়া হয়। আজ বুধবার সকাল ছয় টার দিকের মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তর সালনা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন কিছুটা কম চলাচল করলেও আভ্যন্তরীণ রুটের বাসসহ বিভিন্ন ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপির অষ্টম দফার অবরোধ শুরু হয়েছে। শেষ হবে বৃহস্পতিবার সকালে। এরপর এদিন সকাল থেকেই সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচিও রয়েছে দলটির।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...