নভেম্বর ১৬, ২০২৪

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) উপস্থাপক অ্যান্টোয়নেট লাতুফ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি ভিডিও প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে শেয়ার করে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) উপস্থাপক অ্যান্টোয়নেট লাতু।

চাকরি হারিয়ে তিনি এবিসির বিরুদ্ধে একটি মামলা করেছেন। তিনি দাবি করেছেন, স্বাধীন মত প্রকাশ করায় ও বর্ণবাদের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে এবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক মিডিয়া বিধি লঙ্ঘনের জন্য লাতুফকে বরখাস্ত করা হয়েছে। তাদের মতে, সামাজিক মাধ্যমে বিতর্কিত বিষয়বস্তু পোস্ট করেছেন লাতুফ।

তবে এ ব্যাপারে লাতুফ বলছেন, হিউম্যান রাইটস ওয়াচের মতো বিশ্বস্ত সোর্সের ভিডিও শেয়ার করা বিধি লঙ্ঘন হতে পারে না।

বিবিসি জানিয়েছে, লেবানিজ বংশোদ্ভূত লাতুফ মাত্র তিন দিন ধরে এবিসিতে উপস্থাপক হিসেবে কাজ করছিলেন।

অস্ট্রেলিয়ায় সাংবাদিক হিসেবে বেশ পরিচিত মুখ লাতুফ। শুধু তাই নয়, হামাস ইসরাইল সংঘাত ইস্যুতে ফিলিস্তিনের পক্ষ নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন এই নারী। বর্ণবাদ ও বৈষম্য নিয়েও বেশ সরব তিনি। তার দাবি, ইসরাইল গাজায় অবৈধ হামলা করছে। সাংবাদিকদের ওপর হামলা করায় ইসরাইলের ওপর ক্ষুব্ধ লাতুফ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...