জানুয়ারি ১১, ২০২৫

ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর সোমবার তৃতীয়বারের মতো সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। সেখানে ফোন বা ইন্টারনেট পরিষেবা- কোনোটিই কাজ করছে না।

সিএনএন ও বিবিসি জানায়, বিভিন্ন ত্রাণ বিতরণ ও মানবাধিকার বিষয়ক সংস্থা গাজায় তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও জানিয়েছে।

টেলিকম ফার্ম প্যালটেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাদের পরিষেবা ‘সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়েছে’ বলে জানিয়েছে। তারা বলেছে, ‘প্রধান রুটগুলো, যেগুলো এর আগে পুনঃসংযোগ দেওয়া হয়েছিল সেগুলো ইসরাইলের দিক থেকে আবারো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে’ বলে এ বিঘ্নের সৃষ্টি হয়েছে।

গাজায় জাতিসংঘের প্রধান যে সংস্থাটি ফিলিস্তিনিদের সহায়তা করছে তারা বলেছে, গাজায় থাকা তাদের বেশির ভাগ সদস্যের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটিও ওই ভূখণ্ডে থাকা তাদের ত্রাণ কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে না পারার কথা বলেছে।

এমন একটি সময়ে গাজা পুনরায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যখন ইসরাইল-হামাস সংঘাত নিয়ে আলোচনার জন্য তুরস্কে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

রোববার রাতভর গাজায় তীব্র হামলা চালায় ইসরাইল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...