সেপ্টেম্বর ২১, ২০২৪

পাঁচ বছর মেয়াদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ড নিলামে তুলেছে বাংলাদেশ ব্যাংক। ৩ হাজার ৫০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সর্বমোট ৪ হাজার ২৮৮ কোটি ৬৫ লাখ টাকার দরপত্র দাখিল হয়।

বুধবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৩ হাজার ৫০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সর্বমোট ৪ হাজার ২৮৮ কোটি ৬৫ লাখ টাকার দরপত্র দাখিল হয়। এদিন মোট ১০৪টি দরপত্র দাখিল করা হয়েছে।

এতে আরও বলা হয়, এরমধ্যে ৫২৩ কোটি ৩০ লাখ টাকার ৪৭টি দরপত্র অকশন কমিটি গ্রহণ করে। বাকি ২ হাজার ৯৭৬ কোটি ৭০ লাখ টাকা বাংলাদেশ ব্যাংক বরাবর ডিভল্ব করা হয়। গ্রহণ করা দরপত্রের কুপন রেট ছিল বার্ষিক শতকরা ৯ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *