![](https://thebiz24.com/wp-content/uploads/2023/10/852e52ec406aabf0e95cec69d3f88d2ec1cd87d6d7e0bc70.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিন্ডিকেট করে খাদ্যপণ্যের দাম বাড়ানোর প্রমাণ পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান।
আজ শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীতে দেশবন্ধু গ্রুপের ভর্ভুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘দেশবন্ধু গ্রুপ যদি পারে তাহলে আমাদের দেশে আরও অনেক বড় বড় কোম্পানি রয়েছে। মানুষের যে কষ্ট হচ্ছে এ সময়টায় সেসব কোম্পানির মানবিক বিষয়টা প্রমাণের সময়। যখন ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি হবে, তখন বাজারেও এটার একটা প্রভাব পড়বে।’
দেশবন্ধু গ্রুপ কর্তৃপক্ষ জানায়, আগামী কয়েক মাস রাজধানীতে প্রতিদিন ১০টি পয়েন্টে ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। খবর সময় টিভি।
এদিকে বাজারের তুলনায় ২০ থেকে ৩০ টাকা কমে এসব পণ্য কিনতে পেরে স্বস্তির কথা জানান সাধারণ ক্রেতারা। তারা জানান, যে টাকা আয় হয় খরচ তার চেয়ে অনেক বেশি। এখানে এমন দামে চাল, ডাল পেয়ে তাদের অনেক উপকার হয়েছে।
প্রাথমিক পর্যায়ে ৪০০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল ২০০ টাকা, এক কেজি ডাল ১০০ ও এক কেজি চিনি ১০০ টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। শিগগিরই দেশব্যাপী এ সেবা পৌঁছে দেয়ার কথাও জানায় কর্তৃপক্ষ।