জানুয়ারি ১০, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। তিনি আরও জানান, শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক অঙ্গনে একে অপরের মধ্যে অনৈক্য তৈরি হয়েছে, যার ফলে বিভাজন সৃষ্টি হচ্ছে। এসময় সকলের প্রতি কোনো বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “শেখ হাসিনা পালানোর পর আমরা নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছিনা। বর্তমানে যেটা শুরু হয়েছে, তা সুস্থ নয়; এটি ক্ষমতায় টিকে থাকার জন্য এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। ক্ষমতায় টিকে থাকার জন্য স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।”

সংস্কারের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “সংস্কারের কথা আমরা প্রথম বলেছি। শহীদ জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে পরিবর্তন এনেছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন এবং মুক্ত অর্থনীতি চালু করেছেন।”

তিনি আরও বলেন, “১৯ দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার। তবে আমাদের যারা বড় বড় কথা বলছেন, তারা এসব প্রচার করেন না। কারণ তারা এখনো সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হতে পারেননি।”

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শফিক রেহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...