ডিসেম্বর ২৩, ২০২৪

৩২তম স্বাধীনতা দিবস উদযাপনের পর ইউক্রেন রাশিয়া-অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের উপর কমপক্ষে ৪৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে মস্কো৷

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, এয়ার ডিফেন্স বাহিনী ইউক্রেন থেকে পাঠানো ৪৫টি ড্রোনের হামলা বানচাল করা দিয়েছে৷ এর মধ্যে নয়টি সরাসরি ধ্বংস করা হয়েছে৷ বাকি ৩৩টি ইলেকট্রনিক হস্তক্ষেপের কারণে লক্ষ্যবস্তু পর্যন্ত না পৌঁছতে পেরে ভেঙে পড়েছে৷ ২০১৪ সালে অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোজহাইয়েভ টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে৷

রাশিয়া জানিয়েছে, মস্কোর কাছে কালুগা অঞ্চলেও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে৷ সব হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করছে মস্কো৷ ইউক্রেন অবশ্য রাশিয়ার ভূখণ্ড বা অধিকৃত এলাকায় হামলা সম্পর্কে প্রকাশ্যে সরাসরি কোনো মন্তব্য করে না৷ তবে একসঙ্গে এত ড্রোন হামলা এর আগে দেখা যায়নি৷

যুদ্ধের মাঝে দ্বিতীয় স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে ইউক্রেন জানিয়েছে, এক বিশেষ অভিযান চালিয়ে সৈন্যরা ক্রাইমিয়া উপদ্বীপের উপর ইউক্রেনের পতাকা উত্তোলন করেছে৷ রাশিয়ার দুটি সংবাদ সূত্র দাবি করেছে, ১৫ থেকে ২০ জন ইউক্রেনীয় ব্যক্তি রবারের নৌকো করে কেপ তারখানকুটের এক ক্যাম্প সাইটের কাছে পৌঁছেছিল বটে, কিন্তু তাদের হত্যা করা হয়েছে৷ ইউক্রেন অবশ্য প্রাণহানি সম্পর্কে কোনো মন্তব্য করেনি৷

গত বছর রাশিয়ার হামলা শুরু হবার পর ইউক্রেনের নেতৃত্ব বার বার অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপ আবার রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নেওয়ার কথা বলেছে৷ ৩২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশে ঐক্যের ডাক দেন৷ এক ভিডিও বার্তায় তিনি সৈন্য, সামরিক সরঞ্জামের সঙ্গে যুক্ত কর্মী, ইলেকট্রিশিয়ান, সাংবাদিক, মাইন দূর করার কর্মী, শিক্ষক, ডাক্তার ও অ্যাথলেটদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ যারাই কাজ করছেন এবং অন্যদের কাজ দিচ্ছেন, তাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কর দিয়ে সামরিক বাহিনীর ভবিষ্যৎ জয়ের জন্যও মানুষ অবদান রাখছেন৷

ইউক্রেনের স্বাধীনতা দিবসে মার্কিন প্রশাসনও এফ-১৬ যুদ্ধবিমান চালাতে সে দেশে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের ঘোষণা করেছে৷ ইউরোপের কয়েকটি দেশকে এমন বিমান ইউক্রেনের হাতে তুলে দেবার ছাড়পত্র এবং পাইলটদের প্রশিক্ষণে সম্মতির পর এবার ওয়াশিংটনও সরাসরি প্রশিক্ষণের সিদ্ধান্ত নিলো৷ সেপ্টেম্বর মাসে ইংরিজি ভাষার কোর্স ও অক্টোবর থেকে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেবে মার্কিন প্রশাসন৷ সেইসঙ্গে রক্ষাণাবেক্ষণ কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে৷

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলি ক্ষমতার সীমায় পৌঁছে যাচ্ছে৷ তাই আমেরিকা ‘প্রতিরোধমূলক পদক্ষেপ’ হিসেবে সাহায্য করতে এগিয়ে এসেছে৷ এ দিন মার্কিন প্রশাসন আরো রুশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি, ডিপিএ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...