নভেম্বর ২৬, ২০২৪

এ বছর কোরবানিকে কেন্দ্র করে রাজধানীতে ৭৫ হাজার কোটি টাকার বাণিজ্য হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) আয়োজিত কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এ বছর কোরবানিকে কেন্দ্র করে রাজধানীতে ৭৫ হাজার কোটি টাকার বাণিজ্য হবে। তাছাড়া শুধু ঢাকাতেই পশু বিক্রি হবে ৬০ হাজার কোটি টাকার এবং ২৫ লাখ পশু কোরবানি হবে।

মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় ৪৮০টি যানবাহন ব্যবহার করবে করপোরেশন। বর্জ্য সরাতে ১০ লাখ ৪০ হাজার পলিব্যাগ সরবরাহ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তাছাড়া, এবার পশুর হাটে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা থাকবে বলে ডিএনসিসি মেয়র জানান। তিনি বলেন, এবার ক্রেডিট কার্ডের মাধ্যমে পশু বেচাকেনা করা যাবে। হাসিলও পরিশোধ করা যাবে অনলাইনে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...