জানুয়ারি ৭, ২০২৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি ভারতের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জমকালো পোশাকে। ঢাকাই জামদানি পরে তাক লাগিয়েছিলেন বাংলার কুইন। তবে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাকে। এবার শীতের সময়ের সবজি তুলে ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন জয়া আহসান।

জনপ্রিয় এই নায়িকাকে দেখা গেল একেবারেই ভিন্ন লুকে। তিনি শীত উদযাপন করছেন। সতেজ ফুলকপি নিজ হাতে তুলছেন তিনি। চোখে মুখেও ফুটে উঠেছে অনাবিল হাসি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে একটি রিলস ভিডিও শেয়ার করলেন জয়া। বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবজি তুলতে। ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম- কি না ছিল সেই খামারে; সবই যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন।

যদিও খামারটা কার বা কোথায়, সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া। তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্যজ্বল ও সাধারণ পোশাকেই দেখা গেছে। ভিডিওতে দেখা মিলেছে তার পোষ্য কুকুর ছানাটির।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সাথে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ।’

তবে ভিডিওটি দেখে জয়ার ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। তাদের একাংশ আবার ধারণা করেছেন, এটি জয়ার কোনো নিজস্ব ফার্ম হতে পারে, যেখানে জয়া নিজ হাতে সবজি চাষ করে থাকেন।

এদিকে, মুম্বাইয়ে রোববার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আয়োজনে সিরিজ, সিনেমা ও ক্রটিকস- এই তিন ক্যাটেগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা।

বলিউড ও টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী জয়া আহসান। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও। ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে ভারতের মঞ্চে উঠেছিলেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...