ডিসেম্বর ২৩, ২০২৪

কুমিল্লার বরুড়ার অশ্বদিয়া বাজারে সম্প্রতি সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

আউটলেটটি ব্যাংকের পরিচালক ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়র এম এ কাদের, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুর জামান বাহাদুর,বরুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, আড্ডা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল, শাকপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, ব্যাংকের এসভিপি ও জিএসডির প্রধান শফিউল আজমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...