জানুয়ারি ৮, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মন্তব্য করেছেন, যারা সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম ও কীটনাশক নিয়ে সমালোচনা করছেন, তারা কীটতত্ত্ববিদ নয়, তারা ব্যবসায়ী ।

আজ বুধবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরি সংলগ্ন এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, যেসব ওয়ার্ডে দশজনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাবে সেসব ওয়ার্ডে দায়িত্বশীল নেতা এবং সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা বাড়াতে হবে।

তিনি বলেন, আমাদের রোগীর সংখ্যা এখন আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমরা অত্যন্ত দুরূহ এই কাজটি করে চলেছি আর এতে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীসহ সচেতন মহলের সকলকে, যারা কর্মকর্তা-কর্মচারী আছেন তাদেরকেও আহ্বান জানাবো- এই যে বৃষ্টি হলো যেন কোথাও পানি জমে না থাকে। আপনারা যখন যেখানে থাকবেন, আশেপাশে যেখানে পানির উৎস দেখবেন, সেগুলো দয়া করে নজর রাখবেন যেন পানি জমে লার্ভা জন্মাতে না পারে।

তাপস বলেন, শনিবার থেকে সিটি করপোরেশন বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করবে। যে ওয়ার্ডে সাত দিনে ১০ জনের বেশি রোগী পাওয়া যাবে সেই স্থানে এই অভিযান করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...