ডিসেম্বর ২৩, ২০২৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে অঞ্চলটিতে রাশিয়ার ৩০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর দিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। খবর রয়টার্সের।

রাশিয়ার এই হামলায় ইউক্রেনের রাজধানীতে আটজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আবাসিক ভবন,কিন্ডারগার্ডেন ও শিল্প স্থাপনা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে করা রাশিয়ার প্রথম বড় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এটি।

আরও পড়ুন: যে কারণে এরদোগানের প্রতি কৃতজ্ঞ রাশিয়া

ক্লিটসকো এক টেলিগ্রাম বার্তায় জানান, রাশিয়ার এই আক্রমণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো প্রতিহত করছে। কিয়েভের মেয়র শহরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকার খবরও দিয়েছেন।

রাজধানীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন তিনি। বলেন,হামলার খবর পেয়েই জরুরী কর্মীরা সেখানে ছুটে গেছেন। বেশ কয়েকটি স্থানের আগুন নেভানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...