ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের তিন কোম্পানির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। কোম্পানি তিনটি হলো  শ্যামপুর সুগার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিগুলো।

আজ সোমবার ২৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূৃত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ২১ ও ২৪ সেপ্টেম্বর ডিএসই কোম্পানি ৩টিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি ৩টি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি ২টির শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১১ সেপ্টেম্বর ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৫২ টাকা ৭০ পয়সা। আর ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৬৩ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

একই সময়ে শ্যামপুর সুগারের শেয়ার গত ১৭ সেপ্টেম্বর ৯২ টাকা ছিল। আর ২৪ সেপ্টেম্বর ১২৪ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।

অপরদিকে ইমাম বাটনের শেয়ার গত ৩ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ১০৫ টাকা ৪০ পয়সা। ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৩৬ টাকা ৩০ পয়সা উন্নীত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...