জানুয়ারি ৫, ২০২৫

সুখবর দিলেন রাজ-শুভশ্রী দম্পতি। একটি ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন টালিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। এ সুখবর দেন তার স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী। জুন মাসে দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে রাজ লিখেছেন- আমাদের সংসারে একমুঠো আনন্দ এলো। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন।

সেই সময় ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং করছিলেন তিনি। শুভশ্রী বরাবরই প্রকাশ্যে বলেছেন যে, তারা বরাবরই দুটি সন্তান চেয়ে এসেছেন।

২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান আর মে মাসে বিয়ে করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান যুবানের জন্ম হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...