ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৩ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.৪২ টাকা। এ হিসেবে ইপিএস কমেছে ০.৬৮ টাকা বা ১৯.৮৮ শতাংশ ।

অপরদিকে দুই প্রান্তিকে বা ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৪.৪৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৫.৭৪ টাকা। এ হিসেবে ইপিএস কমেছে ১.৩১ টাকা বা ২২.৮২ শতাংশ ।

গত ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬.২২ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...