নভেম্বর ১৫, ২০২৪

প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন। গত শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটির কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংক হিসাব ফ্রিজ সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় ২১ সেপ্টেম্বর থেকে আবারও উৎপাদনে ফিরেছে কোম্পানিটি।

উল্লেখ, কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ নিয়ে মেট্রোপলিটন দায়রা জজ আদালতের নির্দেশের ইস্যুতে গত ১৯ সেপ্টেম্বর রায় দেন হাইকোর্ট বিভাগ। এতে কোম্পানিটির ব্যাংক হিসাব সচল করার আদেশ দেওয়া হয়। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল রাখার নির্দেশনা দেন উচ্চ আদালত।

এর আগে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানিটির সব ব্যাংক হিসাব বন্ধ করা হয়। এ কারণে রপ্তানিমুখী কারখানাটির বিদেশ থেকে কাঁচামাল আমদানি ব্যহত হয়। ফলে কারখানায় বেশ কিছুদিন ধরে কোনো ধরনের কাজ না থাকায়ম ও কারখানা সচল রাখার মতো অর্থায়নেরও কোনো না থাকায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।

ফলে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে গত ৭ সেপ্টেম্বর কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...