জানুয়ারি ৪, ২০২৫

প্রথমবারের মত এশিয়া কাপ খেলতে যাচ্ছে নেপাল। অথচ দেশটির ক্রিকেটের পোষ্টার বয় সন্দীপ লামিচানেকে ছাড়াই পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেছে দলটি। যদিও এশিয়া কাপের স্কোয়াডে আছেন এই লেগ স্পিনার।

তবে আগামী রবিবার এই ক্রিকেটারের আছে আদালতে হাজিরা। ফলে এর আগে দেশ ছাড়ায় বাধা রয়েছে তার। বল হাতে ক্যারিয়ারের শুরুতেই নিজেকে চিনিয়েছেন লামিচানে। এরপর চলে আসেন ক্রিকেট বিশ্বের আলোচনায়। তবে গত সেপ্টেম্বর এই নেপালি ক্রিকেটার মাঠের বাইরের ঘটনায় সবার আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান। তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগের মামলা করা হয়। সঙ্গে আসে জাতীয় দলে খেলা নিয়ে নিষেধাজ্ঞাও।

অভিযোগের পর গ্রেপ্তার করে জেলেও পাঠানো হয়েছিল তাকে। তবে সেখান থেকে জামিনে মুক্তি পান লামিচানে। অবশ্য এরপর জাতীয় দলের নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়। আসন্ন এশিয়া কাপে নিজেদের দেশের সবচেয়ে বড় তারকাকে নিয়েই এশিয়া কাপের দল গঠন করে নেপাল। কিন্ত বাধা হয়ে দাঁড়ালো সেই মামলা।

লামিচানের দেশে থেকে যাওয়ার কারণ শুধু আদালতের হাজিরাই নয়, এর পেছনে স্বাস্থ্যগত সমস্যাও আছে বলে জানান নেপালের ম্যানেজার প্রাদিপ মাজগাইয়ান, ‘যেহেতু তার বিরুদ্ধে মামলা চলছে এবং হাজিরা দেওয়ার ব্যাপার আছে, তাই এখন সে যেতে পারছে না। এছাড়া তার স্বাস্থ্যগত কিছু সমস্যাও রয়েছে।’

আদালতের হাজিরা শেষেই দলের সঙ্গে যোগ দিবেন লামিচানে। এমনটাই আশা করছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে নেপালের হয়ে ৪৯ ওয়ানডেতে ১১১ উইকেট শিকার করা এই বোলারকে এরপরই দলের সঙ্গে পাবেন এমন কোনও নিশ্চয়তা এখনই দেয়া হচ্ছে না। যেহেতু আদালতের বিষয়, তাই শঙ্কার জায়গা থেকেই যায়। আগামী ৩০ আগস্ট (বুধবার) মুলতানে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের মিশন শুরু করবে নেপাল। গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচটি ভারতের বিপক্ষে, ৪ সেপ্টেম্বর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...