ডিসেম্বর ২৫, ২০২৪

ফিলিস্তিনের গাজার দ্বিতীয় বৃহত্তম আল-কুদস হাসপাতাল খালি করতে বলেছে ইসরায়েল। গাজার রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অনেক রোগী আছেন। অনেক শিশুকে ইনকিউবেটরে রাখা হয়েছে। তাদের অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়।

এ ছাড়া আল-কুদস হাসপাতাল ও এর প্রাঙ্গণে গাজার প্রায় ১৪ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে সেখানে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার টার্কিশ-প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালের আশপাশে কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ই

সরায়েল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...