জানুয়ারি ১১, ২০২৫

কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বিকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন দেয়া হয়েছে।

এসময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।

এছাড়াও মোঃ রেজাউল করিম-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ এবাদুল করিম-পরিচালক, অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন-স্বতন্ত্র পরিচালক এবং কাজী মামুন উল আশরাফ-স্বতন্ত্র পরিচালক, মো. শামীম কবির, এফসিএমএ – কোম্পানি সচিব এবং জনাব আবু বকর সিদ্দিক, এফসিএমএ – কোম্পানির সিএফও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ২০২২-২৩ আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। এজিএমে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...